সোমবার, ১৫ ডিসেম্বর ২০১৪

বারহাট্টায় তাল ও খেজুরের বীজ রোপন এবং সামাজিক পাঠাগার উদ্বোধন ।

Home Page » আজকের সকল পত্রিকা » বারহাট্টায় তাল ও খেজুরের বীজ রোপন এবং সামাজিক পাঠাগার উদ্বোধন ।
সোমবার, ১৫ ডিসেম্বর ২০১৪



dsc06469.JPGতমালসাহা,স্টাফ রিপোর্টার,বারহাট্টা (নেত্রকোনা) নেত্রকোনা বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের রামপুর দশাল রাস্তায় ১৪ ডিসেম্বর রবিবার তাল ও খেজুরের বীজ রোপন করা হয় । পারি ডেভেলপমেণ্ট ট্রাস্ট সংস্থার সহযোগিতায় ও প্রতিধ্বনী সামাজিক কেন্দ্রীয় কমিটির তত্বাবধানে উক্ত কাজ সম্পৃর্ণ করা হয় । এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পারি ডেভেলপমেণ্ট ট্রাস্ট সংস্থার নির্বাহী পরিচালক মি: গাব্রিয়েল রোজারিও , উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব এম.এ আউয়াল, উপজেলা কৃষি অফিসার মো: সাদিকুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো: আনোয়ার হোসেন, প্রতিধ্বনী কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: হাসেম মিয়া এনজিও কর্মকর্তা বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় দুইশতলোক উপস্থিত ছিল। পরে উপজেলা আসমা ইউনিয়নে আসমা গ্রামে উপজেলা ভাইস চেয়ারম্যান এম.এ আউয়াল এবং পারি ডেভেলপমেণ্ট ট্রাস্ট সংস্থার নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও, উপজেলা শিক্ষা অফিসার জি.এম এনামৃল হক, উপজেলা কৃষি অফিসার মো: সাদিকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, পারি ডেভেলপমেণ্ট ট্রাস্ট সংস্থার মাঠ ব্যবস্থাপক নিকসন দাস এবং এনজিও কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে প্রতিক্ষা সামাজিক কেন্দ্রীয় কমিটির আয়োজনে এবং পারি ডেভেলপমেণ্ট ট্রাস্ট সংস্থার সহযোগিতায় একটি সামাজিক পাঠাগার উদ্বোধন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রায় আড়াইশত মানুষ উপস্থিত ছিল। অনুষ্ঠানে শেষ পর্যায়ে উপজেলা চেয়ারম্যান জনাব মানিক আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম.জাহাঙ্গীর হোসেন অংশ গ্রহন করেন। উক্তরোক্ত ব্যক্তি ছাড়াও এলাকার পক্ষে বক্তব্য দেন মো: শফিকুল ইসলাম ছন্দু , সোহেল শেখ এবং নুরুল আমিন খান। আলোচনা শেষে পারি ডেভেলপমেণ্ট ট্রাস্ট সংস্থার শিশু ও কিশোর দলের শিল্পীদের আয়োজনে এক মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪:১৬:৩৯   ৩৯৬ বার পঠিত