রবিবার, ১৪ ডিসেম্বর ২০১৪
দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিততমালসাহা,স্টাফ রিপোর্টার,ঢাকা অফিস।।দুর্গাপুর উপজেলা পরিষদ আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে রবিবার।
দুপুর ১২টায় বিরিশিরি বধ্যভুমিতে বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে
উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ, সুশীল সমাজ ও সকল পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক শোক র্যালী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বধ্যভুমি প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমিন চুন্নু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক দুর্গাপুর-কলমাকান্দার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদারের কণ্যা ঝুমা তালুকদার, পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন,মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ্ হক, ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা উসমান গণি তালুকদার,শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম,সাংবাদিক সাহাদাত হোসেন কাজল প্রমুখ। উল্লেখ্য যে, ২০০৮ সালে মুক্তিযোদ্ধা সাইদুর রহমান আকজ্ঞি (দুদু মিয়া) বধ্যভুমির জন্য ৩ শতক ভূমি দান করেন।
বাংলাদেশ সময়: ১৫:২৮:৪৩ ৪৬০ বার পঠিত