শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪

দুর্গাপুরে বঙ্গবন্ধু ওশেখ হাসিনার নামে সেতু উদ্ধোধন

Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে বঙ্গবন্ধু ওশেখ হাসিনার নামে সেতু উদ্ধোধন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪



babul-picture.jpgতমালসাহা,স্টাফ রিপোর্টার,ঢাকা অফিস।।নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাটুয়াকুড়ি বিলে ১২০ ফুট দৈঘ্য ‘বঙ্গবন্ধু সেতু’ ও কালয়িাপুটি বিলে ৮৫ ফুট দৈঘ্য ‘শেখ হাসিনা সেতু’র নির্মান কাজ উদ্ধোধন করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিবের ব্যাক্তিগত উদ্যোগে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মানাধীন সেতুগুলো আনুষ্ঠানিক উদ্ধোধন করেন হাবিবের পিতা কৃষক আবদুল করিম।
সাবেক ছাত্রনেতা রিয়াজুল করিমের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তৃতা করেন, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ, কৃষক আবদুল করিম ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, মাওলানা মো. হাবিবুর রহমান, মো. উসমান গনি, হাসেম মেম্বার, রফিজ বেগ, মুখলেছুর রহমান, জিয়াউর রহমান, রফিকুল ইসলাম, মো. দুলাল মিয়া, আবদুর রশিদ, আবু হানিফা, মিজানুর রহমান প্রমুখ।
কৃষক আবদুল করিম তার বক্তৃতায় বলেন, বিগত ৪২ বছরে আমাদের বিল এলাকায় কোন জনপ্রতিনিধি উন্নয়ন কাজ করেনি। আমার ছেলে নিজের জমিজমা বিক্রি করে বিল এলাকার ১০ হাজার মানুষের সুবিধার্থে বঙ্গবন্ধু সেতু ও শেখ হাসিনা সেতু নির্মান কাজ করায় পিতা হিসেবে আমি গর্বিত।

বাংলাদেশ সময়: ১৮:৪০:০৭   ৩৬৮ বার পঠিত