বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০১৪
গোলাম রসুলের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
Home Page » জাতীয় » গোলাম রসুলের পরিবারের পাশে প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজঃ ঢাকা: ঢাকা জেলার সাবেক জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য কাজী গোলাম রসুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, “তার মৃত্যুতে দেশ একজন কৃতি সন্তানকে হারালো।”এদিকে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কাজী গোলাম রসুলের মরদেহ দেখতে যান। প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছু সময় কাটান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রসঙ্গত বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক কাজী গোলাম রসুল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা, আত্মীয়-স্বজনসহ এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বাদ আসর কাকরাইলের সার্কিট হাউজ রোডের টিপটপ জামে মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১৩:৩২:২২ ৩৫৭ বার পঠিত