বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪

দুর্গাপুরে সরকারী ভাবে আমন চাউল সংগ্রহ শুরু

Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে সরকারী ভাবে আমন চাউল সংগ্রহ শুরু
বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪



xnetrothumbnailpagespeedicaw_etaeahy.jpgতমাল সাহা,দুর্গাপুর(নেত্রকোণা)
জেলার দুর্গাপুরের বিরিশিরি সরকারী খাদ্য গুদামে মঙ্গলবার থেকে আমন ( ২০১৪-২০১৫) মৌসুমে চাল ক্রয় শুরু হয়েছে । সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন,উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, অধ্যক্ষ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, কৃষি কর্মকর্তা ওমর ফারুক ,শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্ম্মা, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুল কাইয়ূম, খাদ্য নিয়ন্ত্রক ইলিয়াস আহাম্মেদ উপস্থিতিতে চুক্তিবদ্ধ ৪ টি মিলের মাধ্যমে এই মৌসুমে ১২৭ মেট্রিক টন চাউল ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। এই সংগ্রহ অভিযান চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। আজ উদ্বোধনী দিনে ঝাঞ্জাইল বিউটি রাইছ মিল থেকে ২৯ মেট্রিক টন চাউল সংগ্রহ করা হয়েছে ।

বাংলাদেশ সময়: ৭:৩৫:৩৪   ৩১৫ বার পঠিত