মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪
রেকর্ড ত্রাণ সহায়তার আহ্বান জাতিসংঘের
Home Page » বিশ্ব » রেকর্ড ত্রাণ সহায়তার আহ্বান জাতিসংঘেরবঙ্গ-নিউজ: আগামী বছরের জন্য রেকর্ড পরিমাণ ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে সোমবার বলা হয়েছে, আগামী বছর অন্তত ১৬৪০ কোটি ইউএস ডলারের ত্রাণ তহবিল প্রয়োজন। খবর আলজাজিরার।জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান ভ্যালেরি আমোস বলেন, চলতি বছর যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপুলসংখ্যক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিশ্বে মানবিক পরিস্থিতি নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এ অবস্থায় ১৬৪০ কোটি ডলারের ত্রাণ সহায়তার আহ্বান জানানো হয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে আমোস বলেন, ‘আমরা যাদের জন্য সাহায্য চাচ্ছি তাদের ৮০ শতাংশই যুদ্ধবিধ্বস্ত দেশের নাগরিক। বর্বরতা ও সহিংসতা তাদের জীবনযাপনে মারাত্মক প্রভাব ফেলেছে।’
ত্রাণ তহবিলের প্রায় ৪০ শতাংশই প্রয়োজন হবে সিরিয়ার ক্ষতিগ্রস্ত ১ কোটি ৮২ লাখ নাগরিকের জন্য। অর্থের অঙ্কে এর পরিমাণ ৭২০ কোটি ডলার। গত বছর ৫ কোটি ২০ লাখ লোকের জন্য ১২৯০ কোটি ডলার সহায়তা চেয়েছিল জাতিসংঘ।
বাংলাদেশ সময়: ১৩:৩৭:১৩ ৩৩৩ বার পঠিত