শনিবার, ৬ ডিসেম্বর ২০১৪
জয়ের ধারাটা বজায় রাখতে চান মাশরাফি
Home Page » ক্রিকেট » জয়ের ধারাটা বজায় রাখতে চান মাশরাফিবঙ্গ-নিউজ : প্রায় এক বছর ধরে হারের বৃত্তে বন্দি থাকার পর অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ভাবে ঘুড়ে দাড়ালো বাংলাদেশ দল। তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলি ম্যাচ জিতে সফরকারীদের ‘বাংলাওয়াশের’ স্বাদ দিয়েছে টাইগাররা। বছরের শেষে এসে যেন হঠাৎ করেই জয়ের ধারায় ফিরলো টাইগাররা। দীর্ঘদিন পর ফিরে পাওয়া জয়ের এই ধারাটা ভবিষ্যতেও ধরে রাখতে চান ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।সোমবার ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচটি শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে মাশরাফি বলেছেন, ‘জয়ের কোন বিকল্প নেই। আমরা মাঠে খেলি জয়ের জন্যই। বছরের শেষের দিকে হলেও আমরা মোটমুটি ছন্দে ফিরেছি। আশা করি, ভবিষ্যতে এটা ধরে রাখতে পারব।’
জিম্বাবুয়ের বিপক্ষে পুুরোটা সিরিজে দল হিসেবে পারফর্ম করতে পেরেছে বাংলাদেশ দল। সিরিজ শেষে তাই প্রত্যেককে কৃতিত্ব দিয়েছেন মাশরাফি। তিনি বলেছেন, ‘ছেলেরা সবাই পেশাদারিত্বের সঙ্গে পারফর্ম করেছে। যখন যেই খেলেছে, যেখানে খেলেছে ভালো করেছে। সবাইকে ধন্যবাদ। তাইজুল এসেছে, হ্যাটট্রিক হয়তো ভাগ্যের ব্যাপার, কিন্তু ভাল বোলিং করেছে। এক জায়গায় বল করে গেছে। দলের যেটা প্রয়োজন সেটা করে গেছে সবাই।’
বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশ দলের শেষ সিরিজ। ফলে বিশ্বকাপ নিয়েও কথা বলেছেন, ওয়ানডে অধিনায়ক। বিশ্বকাপের প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে নরাইল এক্সপ্রেস বলেছেন, ‘আমার মনে হয় প্রস্তুতিটা খেলোয়াড়ের ওপরই নির্ভর করে। কোচ শুধু তার টেকনিকেল দিকটা পরিবর্তন করতে পারে। মাঠে সেই খেলোয়াড়কেই পারফরম করতে হবে। আমার মনে হয় খেলোয়াড়কেই সবার আগে বুঝতে হবে; তারপর যখন সমস্যাগুলো তৈরি হয় কোচ সহায়তা করতে পারে। এখনো সময় আছে দুই মাসের মত। আমি মনে করি, প্রত্যেকটা খেলোয়াড়কে শারীরিক-মানসিক কেয়ার করা উচিত।’
ব্যাক্তিগতভাবে অনেকটা চোট প্রবণ মাশরাফি। এর আগে দুই বার অধিনায়ক হিসেবে সিরিজ খেলতে নামলেও চোটের কারণে কোনটিতেই শেষ পর্যন্ত খেলতে পারেননি। এবারই অধিনায়ক হিসেবে পূর্ণ সিরিজ খেললেন মাশরাফি। এই বিষয়ে অনুভুতিটা কেমন জানতে চাইলে দেশ সেরা এই পেসার বলেছেন, ‘এর আগে অধিনায়ক হিসেবে আমি দুই বার শেষ করতে পারিনি। তবে এবার যখন শুরু করি তখন এটা আমার মাথায় ছিলোনা। অনেকেই চোট নিয়ে নানা কথা বলেছে। এটা আসলে এবার মাথায় ছিল না। চোট তো কারও হাতে থাকে না। আর এই বিষয়টা আমি একদমই মাথায় আনিনি।’
বাংলাদেশ সময়: ১১:৫৫:৫২ ৩৬৪ বার পঠিত