শনিবার, ৬ ডিসেম্বর ২০১৪
প্রত্যাহার হলো মেসির হলুদ কার্ড
Home Page » খেলা » প্রত্যাহার হলো মেসির হলুদ কার্ডবঙ্গ-নিউজঃঅবশেষে মেসির হলুদ কার্ড প্রত্যাহার করা হলো। প্রথম দফায় নাকচ করে দিলেও দ্বিতীয় দফায় বার্সেলোনার আবেদনে ইতিবাচক রায় দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।সময় নষ্ট করছেন বলে তিন রাত আগে ভ্যালেন্সিয়া-বার্সেলোনা ম্যাচে লিওনেল মেসিকে যে হলুদ কার্ড দেখানো হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এমনই সংবাদ দিয়েছে স্প্যানিশ মিডিয়াগুলো।
উল্লেখ্য, স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের খেলায় বুধবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দলের গোল উদযাপনের সময় গ্যালারি থেকে ছুড়ে মারা একটি পানির বোতল মেসির মাথায় আঘাত করেছিল। এতে মেসি কিছুটা সময় মাথার পরিচর্যায় মনোনিবেশ করেন।
কিন্তু মেসি ইচ্ছে করে সময় নষ্ট করছেন মনে করে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। পরে এই হলুদ কার্ডের বিপক্ষে আবেদন করে বার্সেলোনা। তাতেই সাড়া দিলো স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
বাংলাদেশ সময়: ১১:০৫:১৮ ৩৭৫ বার পঠিত