সোমবার, ২৮ জানুয়ারী ২০১৩

আজ ঢাকা আসছেন আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী

Home Page » জাতীয় » আজ ঢাকা আসছেন আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী
সোমবার, ২৮ জানুয়ারী ২০১৩



sheikha-lubna-sm20130127105037.jpgবঙ্গ-নিউজ ডটকম: চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবস্থাপনা ও নতুন একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণে বিনিয়োগ প্রস্তাব নিয়ে দুই দিনের সফরে সোমবার ঢাকা আসছেন উপসাগরীয় রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের ( ইউএই) বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী শেখ লুবনা বিনতে খালেদ আল কাশমি।সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা এবং একটি গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের প্রস্তাব তুলে ধরবেন তিনি।

প্রাথমিকভাবে আলোচনা সফল হলে দু’দেশের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে বাংলানিউজকে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।

এর আগেও বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর স্থাপনের আগ্রহ প্রকাশ করে মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ এই দেশটি। এ খাতে দেশটি ৩শ’ থেকে ৪শ’ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২:০৩:১২   ৫৫১ বার পঠিত