বুধবার, ৩ ডিসেম্বর ২০১৪
ভারতের সাথে সৌহর্দ্যপূর্ণ সম্পর্কের প্রয়োজন আছে : পানিসম্পদমন্ত্রী
Home Page » জাতীয় » ভারতের সাথে সৌহর্দ্যপূর্ণ সম্পর্কের প্রয়োজন আছে : পানিসম্পদমন্ত্রীবঙ্গ-নিউজ:পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যসহ অনেক বিষয়ে যোগাযোগ আছে। এজন্য দেশটির সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রয়োজন আছে। তবে সেটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই হবে।
আইআইসিএন আয়োজিত রিজিওনাল ডিসকাশন ফোরাম ‘আকোসিস্টেমস, পিপল অ্যান্ড শেয়ারড লার্নিং : এক্সপারিয়েন্সেস ফ্রম বাংলাদেশ-ইন্ডিয়া সিভিল সোসাইটি ডায়লগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রাজধানীর গুলশানের হোটেল আমারি’র বলরুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রজেক্ট অ্যাডভাইজরী কমিটির কো-চেয়ার মিস মিনা গুপ্তা, প্রজেক্ট অ্যাডভাইজরী কমিটির কো-চেয়ার ড. কাজী খলীকুজ্জামান আহম্মদ, কারেল ডি গ্রুট, প্রথম সচিব, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, নেদারল্যান্ডস দূতাবাস উপস্থিত ছিলেন।
আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন, সৌহর্দ্যপূর্ণ সম্পর্কের প্রস্তাব একদিক থেকে আসলেই হবে না। ভারতকেও বিভিন্ন ইস্যুতে সহযোগিতার ব্যাপারে আন্তরিকতা দেখাতে হবে। ভারতের সাথে আমাদের পানি নিয়ে অনেক সমস্যা রয়েছে। ভারতকে এগুলোর সমাধান করতে হবে।
বাংলাদেশ সময়: ১৭:৪৯:০১ ২৭০ বার পঠিত