বুধবার, ৩ ডিসেম্বর ২০১৪

গণবিয়েতে মাকে দেখে কনের বিস্ময়

Home Page » এক্সক্লুসিভ » গণবিয়েতে মাকে দেখে কনের বিস্ময়
বুধবার, ৩ ডিসেম্বর ২০১৪



mess-bride.jpgবঙ্গ-নিউজ:মঙ্গলবার ছিলো সংযুক্ত আরব আমিরাতের ৪৩তম জাতীয দিবস। এ উপলক্ষ্যে দুবাইয়ের চার্চ সেন্ট মেরিতে আয়োজন করা হয় গণ বিয়ের। চার্চটি পরিচালনা করেন ফরাসিরা। প্রতি বছর বিভিন্ন উপলক্ষ্যে দশ হাজারের মতো প্যারিসবাসী এতে জড়ো হন।
এবারও জড়ো হলেন খ্রিস্টান রীতিতে গণ বিয়ের অনুষ্ঠানে। এতে ৩৫টি জোড়া বিয়ের পিড়িতে বসে। বিয়ের সব আয়োজনই হয় এখানে বিনামূল্যে। ফটোগ্রাফি, ভিডিও এমনকি পাত্র পাত্রি নির্বাচনের খরচও বহন করে চার্চের আয়োজকরা।
এবার বিয়ে করতে আসা ৩৫ জুটির মধ্যে একটি ক্যাথলিন ক্রুজ এবং সান দিয়াগো। দুজনেই এখানে পরিবার ছাড়া। নিজেদের সিদ্ধান্ত মতোই বিয়ে করছেন। সব আয়োজন ঠিক ঠাক। কনের সাজে ক্যাথলিন ক্রুজ বিয়ের আসর ছেড়ে একটু বাইরে গেলেন। করিডোরে হাঁটাহাঁটি করছিলেন। তখনি দেখতে পেলেন অবাক ঘটনাটা।
সুদূর ফিলিপাইন থেকে তার মাও এসে হাজির হয়েছেন অনুষ্ঠানে। এটা কি স্বপ্ন! না তো, সত্যি সত্যিই তার ৬৩ বছর বয়সি মা ম্যাকারি ক্রুজ। তিনি এসে মেয়ের হাত ধরলেন।ক্যাথরিন গালফ নিউজকে বলেন, দুই বছর ধরে মায়ের সাথে দেখা হয় না। আমি জানতাম মায়ের পাসপোর্ট নেই। তিনি কখনো ফিলিপাইনের বাইরে যান নি। তবে হঠাৎ করেই আমার বিয়েতে তিনি হাজির হওয়ায় আমি সারপ্রাইজড।
কিভাবে এলেন মা?
আসল ঘটনাটা ঘটিয়েছেন ক্যাথরিনের স্বামী সান দিয়াগো। তিনি ক্যাথরিনকে না জানিয়েই এক মাসের জন্য ফিলিপাইনে চলে যান। সেখান থেকে শাশুরিকে নিয়ে দুবাইতে উড়ে আসেন ২৯ নভেম্বর। এসবের কিছুই জানতেন না ক্যাথরিন।এখানেই শেষ নয়। ক্যাথরিনের জন্য অপেক্ষা করছিলো আরো একটি চমক।
বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে তারা চার্চ থেকে বের হচ্ছিলেন, তখন দেখলেন এদেরকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য সান দিয়াগোর পুরো পরিবার একটি লিমুজিন গাড়ি নিয়ে তাদের অপেক্ষায় আছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২৮   ৩৫০ বার পঠিত