সোমবার, ১৩ মে ২০১৩

১৮ মে আসছে গ্যালাক্সি এস ফোর

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ১৮ মে আসছে গ্যালাক্সি এস ফোর
সোমবার, ১৩ মে ২০১৩



2013-05-13-09-01-30-5190abea04a48-samsung_s4.jpgরাতুল, বঙ্গ-নিউজ ডটকমঃঅবশেষে দেশের বাজারে আসছে গ্যালাক্সি এস ফোর স্মার্টফোন। ১৮ মে বাংলাদেশের বাজারে আসছে গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোনটি। চলতি বছরের ১৪ মার্চ নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক বাজারে এ স্মার্টফোনটি আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং। স্যামসাং বাংলাদেশ সূত্র এ তথ্য জানিয়েছে।স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের বাজারে এ স্মার্টফোনটির দাম হবে ৬৭ হাজার ৫০০ টাকা। সাদা ও কালো এ দুটি রঙে হালকা-পাতলা এ স্মার্টফোনটি পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ গিগাবাইট ইন্টারনাল তথ্য সংরক্ষণের সুবিধা। স্মার্টফোনটিতে এয়ার জেশ্চার ও স্মার্ট স্ক্রল নামের বিশেষ প্রযুক্তি রয়েছে।
হাই এন্ড বা দামি স্মার্টফোন হিসেবে আন্তর্জাতিক বাজারে এরমধ্যেই সাড়া ফেলেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের তৈরি এ স্মার্টফোনটি।

বাংলাদেশ সময়: ১৮:০২:৪৬   ৫২৭ বার পঠিত