মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪
বাংলাদেশের সাথে পাইপলাইন স্থাপনের কথা ভাবছে ভারত
Home Page » জাতীয় » বাংলাদেশের সাথে পাইপলাইন স্থাপনের কথা ভাবছে ভারতবঙ্গ-নিউজ:বাংলাদেশের সাথে পাইপলাইন স্থাপনের কথা ভাবছে প্রতিবেশী ভারত। বাংলাদেশে পেট্রোলিয়ামজাত পণ্য রফতানির জন্য আসামের নুমালিগড় থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত এ পাইপলাইন স্থাপন করা হবে। ভারতের অনলাইন মিডিয়া বিজনেস স্ট্যান্ডার্ড গতকাল এ খবর ছেপেছে। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান, পাইপলাইন স্থাপনের ব্যাপারে এ মুহূর্তে সম্ভাব্যতা যাচাই চলছে। পাইপলাইনের প্রথম সরবরাহটা ডিজেল দিয়ে শুরু হতে পারে।পাইপলাইন ছাড়াই এত দিন ভারত নেপাল ও বাংলাদেশে পেট্রোলিয়ামজাত পণ্য রফতানি করে এসেছে।রিপোর্টে আরো বলা হয়, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের পরিবহন ছাড়াও জ্বালানি খাতে আরো বড় ধরনের সহযোগিতার কথা ভাবছে সার্কভুক্ত দেশগুলো।
দক্ষিণ এশিয়ার জ্বালানি সহযোগিতাকে আরো সামনে এগিয়ে নিয়ে বাংলাদেশের জন্য আরেকটি জানালা খুলে দেবে ভারত। ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানি পালানতোলা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করবে।
বাংলাদেশ সময়: ১৫:১৭:৫৫ ৩২৯ বার পঠিত