সোমবার, ১ ডিসেম্বর ২০১৪
জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ
Home Page » ক্রিকেট » জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশবঙ্গ-নিউজ:জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আজ মিরপুরে অনুষ্ঠিত ৫ম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ জয়ী হয়েছে ৫ উইকেটে। ফলে টাইগাররা সিরিজটি জিতল ৫-০-এ। এই প্রথম টেস্ট এবং ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।এদিন স্বাগতিক বাংলাদেশ দলে যুক্ত হয়েছে আরো একটি নতুন বিশ্ব রেকর্ড। আর সেটি হচ্ছে অভিষেক ম্যাচে তাইজুল ইসলামের হ্যাটট্রিক। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া তাইজুলই একমাত্র বোলার যিনি অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করার বিরল গৌরব অর্জন করলেন। বাংলাদেশ দলের হয়ে চতুর্থ কোনো বোলার হিসেবে হ্যাটট্রিকের এই গৌরব অর্জন করলেন তিনি।
প্রথমে ব্যাটিং নেয়া জিম্বাবুয়ে সবক’টি উইকেটের বিনিময়ে ১২৮ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহের মাধ্যমে জয়ের লক্ষ্য পূরণ করে বাংলাদেশ।
আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ওডিআই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় জিম্বাবুয়ে। ফলে সিরিজে প্রথমবারের মতো প্রথমে ব্যাট হাতে মাঠে নামে জিম্বাবুয়ে দল। তবে আগে ব্যাট করতে গিয়ে ব্যর্থতার পরিচয় দেয় তারা।
মাত্র ১৬ রানেই প্রথম উইকেট হিসেবে সাজঘর মুখী হন বিরতি নিয়ে ফের দলে ফেরা সিকান্দার রাজা (৯)। উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে তার উইকেটটি দখল করেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয় উইকেট জুটিতে হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দা ৭৯ রানের বড় একটি পার্টনারশীপ গড়ে তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও ওই জুটি ভাঙ্গার সঙ্গে সঙ্গে তাসের ঘরের মত ভেঙ্গে যায় সফরকারী দলের ব্যাটিং লাইনআপ। ম্যাচের সবচেয়ে বড় ওই পার্টনারশীপটি ভেঙ্গেছেন জুবায়ের হোসেন। হ্যামিল্টন মাসাকাদজাকে (৫২) সরাসরি বোল্ড আউট করে বিদায় করেন স্বাগতিক দলের এই তরুন বোলার। এসময় মাত্র দুই উইকেটে ৯৫ রানে পৌঁছে গিয়েছিল জিম্বাবুয়ে। সুবিধা করতে পারেননি টেইলরও। সফরকারী দল ১০৮ রানে পৌঁছানোর পর নিজের সংগ্রহশারায় মাত্র ৯ রান যোগ করেই সাকিব আল হাসানের বলে বোল্ড আউট হয়ে ক্রিজ ছাড়েন তিনি। এরপরেই অধিনায়ক মাশরাফির সহায়তায় ভুসি সিবান্দাকে (৩৭) ফিরিয়ে দেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। এরপর জ্বলে ওঠেন হ্যাটট্রিকম্যান তাইজুল ইসলাম। ফলে বেশিদূর এগুতে পারেনি জিম্বাবুয়ে। ৩০ তম ওভারে ১২৮ রান সংগ্রহ করতেই সবক’টি উইকেট হারায় তারা।
বাংলাদেশ দলের হয়ে হ্যাট্রিকম্যান তাইজুল ৪ উইকেট লাভ করেন। এছাড়া সাকিব আল হাসান ৩টি ও জুবায়ের হোসেন ২ টি ও মাশরাফি এক উইকেট লাভ করেন।
জবাবে ১২৯ রানের টার্গেট পুরণ করতেই হিমশিম খেয়েছে টাইগার দলের ব্যাটসম্যানরা। ওই লক্ষ্য পুরণ করতেই ৫টি উইকেট খোয়াতে হয়েছে স্বাগতিক দলকে। মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কোন ব্যাটসম্যানই স্বস্তির ব্যাটিং করতে পারেননি। একে একে সাজ ঘর মুখী হতে হয়েছে তামিম ইকবাল (১০), এনামুল হক (৮), সাকিব আল হাসান (০) ও মুশফিকুর রহিমকে (১১)। উল্লেখ করার মত ২০ রান করেছেন অবিষেক পাওয়া সৌম্য সরকার। শেষ পর্যন্ত অবশ্য অবিচল ব্যাট চালিয়ে ২৪.৩ ওভারে ১৩০ রান সংগ্রহের মাধ্যমে টাইগারদের জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। সেই সঙ্গে ৫-০ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে হোয়াট ওয়াশ করে জিম্বাবুইয়ানদের। ৫১ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রিয়াদ। অপর অপরাজিত ব্যাটসম্যান সাব্বির রহমান সংগ্রহ করেছেন ১৩ রান। জিম্বাবুয়ের হয়ে তিন উইকেট সংগ্রহ করেছেন টেন্ডাই চাতারা। তিনাসে পেনিয়াংগারা লাভ করেছেন দুই উইকেট।
স্কোর কার্ড
জিম্বাবুয়ে ইনিংস :
হ্যামিল্টন মাসাকাদজা বোল্ড জুবায়ের ৫২ (৫৪)
সিকান্দার রাজা ক মুশফিক ব মাশরাফি ৯ (১৪)
ভুসি সিবান্দা ক মাশরাফি ব সাকিব ৩৭ (৫১)
ব্রানডন টেইলর বোল্ড সাকিব ৯ (১১)
সলমন মির এলবিডাব্লিউ ব তাইজুল ৯ (২২)
টিমিসেন মারুমা বোল্ড জুবায়ের ১ (৯)
এল্টন চিগুমবুরা নট আউট ৩ (৪)
টিনাসে পেনিয়াংগারা বোল্ড তাইজুল ০(৫)
জন নিউম্বু এলবিডাব্লিউ ব তাইজুল ৩ (৬)
টেন্ডাই চাতারা বোল্ড তাইজুল ০ (১)
তাফাৎযাওয়া কামুনগুজি বোল্ড সাকিব ২(৯)
অতিরিক্ত (ও- ৩ ) ৩
মোট (৩০ ওভার, অল আউট ) ১২৮ রান
উইকেট পতন : ১/১৬ (রাজা), ২/৯৫ (মাসাকাদজা), ৩/১০৮(টেইলর), ৪/১০৯(সিবান্দা), ৫/১১২(মারুমা), ৬/১২০(মির), ৭/১২০ (পেনিয়াংগারা), ৮/১২৪ (নিউম্বু), ৯/১২৪ (চাতারা), ১০/১২৮ (কামুনগুজি )।
বোলিং
মাশরাফি মর্তুজা ৫-১-২৩-১ (ও-১)
আবুল হাসান ৩-১-২৩-০ (ও-১)
সাকিব আল হাসান ৭-১-৩০-৩ (ও-১)
তাইজুল ইসলাম ৭-২-১১-৪
জুবায়ের হোসেন ৮-০-৪১-২
বাংলাদেশ ইনিংস:
তামিম ইকবাল ক মির ব পেনিয়াংগারা ১০(১৫)
এনামুল হক ক মাসাকাদজা ব চাতারা ৮(১৩)
সৌম্য সরকার ক রাজা ব চাতারা ২০(১৮)
মাহমুদুল্লাহ নট আউট ৫১(৫৫)
সাকিব আল হাসান ক মাসাকাদজা ব পেনিয়াংগারা ০ (৮)
মুশফিকুর রহিম ক টেইলর ব চাতারা ১১(২৩)
সাব্বির রহমান নট আউট ১৩ (১৬)
অতিরিক্ত (লেবা-৬, ও- ১০, নোব-১) ১৭
মোট (৫ উইকেট-২৪.৩ ওভার) ১৩০ রান
উইকেট পতন : ১/১৮ (তামিম), ২/২৮ (এনামুল), ৩/৪৭ (সৌম্য), ৪/৫৮ (সাকিব), ৫/৯৩ (মুশফিকুর)।
বোলিং:
টিনাসে পেনিয়াংগারা ১০-১-৪৯-২ ( ও-৩, নোব-১)
টেন্ডাই চাতারা ১০-০-৪৪-৩ (ও-৬)
তাফাৎযাওয়া কামুনগুজি ৪-০-২১-০
সলমন মির ০.৩-০-১০-০ (ও-১)
ম্যান অব দ্যা ম্যাচ : তাইজুল ইসরাম
প্লেয়ার অব দ্যা সিরিজ : মুশফিকুর রহিম
সিরিজ : বাংলাদেশ ৫, জিম্বাবুয়ে ০।
বাংলাদেশ সময়: ১৯:৫৩:১৫ ৪১৮ বার পঠিত