সোমবার, ১ ডিসেম্বর ২০১৪
দুর্গাপুরে বিশ্ব এইডস দিবস পালিত
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে বিশ্ব এইডস দিবস পালিততমাল সাহা,স্টাফ রিপোর্টার,ঢাকা অফিস।।জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত বিশ্ব এই্ড্স দিবস পালিত হয়েছে সোমবার।বিশ্ব এইডস দিবস ২০১৪-এর প্রতিপাদ্য হলো ‘দৃষ্টিপাত, অংশীদারিত্ব, অর্জন : একটি এইডসমুক্ত প্রজন্ম’।
এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দিবসটির তাৎপর্য তুলে বক্তব্য রাখেন ডাঃ বাবুল চন্দ্র সাহা, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র সাহা বলেন,পৃথিবীতে এইচআইভি নিয়ে বসবাস করছে তিন কোটি ৫০ লাখ মানুষ। এদের মধ্যে ওষুধ পায় মাত্র এক কোটি ৩৬ লাখ মানুষ। অর্থাৎ ৩৪ শতাংশ রোগী ওষুধ পায়। অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশসহ অনেক দেশেই রোগ নির্ণয়, ওষুধ প্রাপ্তি এবং চিকিত্সার ক্ষেত্রে এইডস রোগীরা বৈষম্যের শিকার হয়। এইডস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে এ বৈষম্য দূর করে এইচআইভি সংক্রমিতদের চিকিৎসা ও সেবায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ডিএসকে প্রকল্প ব্যবস্থাপক মোঃ আঃ রব, মেডিকেল টেকনেশিয়ান (ইপিআই) রবীন্দ্র চন্দ্র সরকার, সিলভিয়া চিসিম(ওয়াইডব্লিউসিএ),
এনজিও কর্মী তমাল সাহা (এ এস পি এস ) সুবীর দাজেল প্রমূখ।
বাংলাদেশ সময়: ১৫:২৫:৩২ ৩৭৬ বার পঠিত