রবিবার, ৩০ নভেম্বর ২০১৪

সাংবাদিক জগলুল চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত

Home Page » আজকের সকল পত্রিকা » সাংবাদিক জগলুল চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত
রবিবার, ৩০ নভেম্বর ২০১৪



90-1417279709.jpgনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খ্যাতিমান সাংবাদিক বাসসের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহমেদ চৌধুরী (৬৫)।শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জগলুল আহমেদ চৌধুরী প্রেসক্লাব থেকে বাসে করে কারওয়ান বাজারে আসেন। বাস থেকে নামার সময় পেছন থেকে আসা আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন জগলুল চোধুরী।

তার লাশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয়েছে।

জগলুল আহমেদ চৌধুরীর ছেলে নাভিদ আহমেদ জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী তার বোন অন্তরা আহমেদ চোধুরী দেশে ফিরলে তাদের বাবার দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

জগলুল আহমেদ চৌধুরী জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য ছিলেন। যুক্ত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে।

জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চোধুরী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ শনিবার রাতে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ চৌধুরী জানিয়েছেন, রোববার বিকেলে জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ৮:২৬:২৩   ৩৪৪ বার পঠিত