শনিবার, ২৯ নভেম্বর ২০১৪

গভীর সমুদ্র থেকে গ্যাস, তেল উত্তোলনের উদ্যোগ নেওয়া হবে

Home Page » আজকের সকল পত্রিকা » গভীর সমুদ্র থেকে গ্যাস, তেল উত্তোলনের উদ্যোগ নেওয়া হবে
শনিবার, ২৯ নভেম্বর ২০১৪



image_87881_0.jpgনিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গভীর সমুদ্র থেকে গ্যাস, তেল উত্তোলনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরো বলেন, প্রাকৃতিক সম্পদ আহরণের ক্ষেত্রে আমাদের বিদেশিদের ওপর নির্ভও না করে নিজেদের উদ্যোগ নিতে হবে।
সেই লক্ষ্যে শক্তি সঞ্চয় করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আজ শনিবার হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাসফিল্ড সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনের পর প্রধান অথিতির দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। এদিন দুপুর সাড়ে ১২টায় প্রকল্পটির উদ্বোধন করা হয়। শেখ হাসিনা বলেন, আমরা মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ করেছি। উভয়ক্ষেত্রেই আমাদের সমুদ্র জয় হয়েছে। এখন আমাদের কাজ হবে নিজেদের সীমানায় প্রাকৃতিক সম্পদের খোঁজ ও আহরণ করা।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৪৬   ২৮৫ বার পঠিত