শনিবার, ২৯ নভেম্বর ২০১৪
হবিগঞ্জে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
Home Page » জাতীয় » হবিগঞ্জে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীরবঙ্গ-নিউজঃসুনামগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডের সম্প্রসারণ প্রকল্পের গ্যাস উৎপাদন এবং বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপ লাইনে গ্যাস সরবরাহের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি সেখানে যান। প্রধানমন্ত্রী হবিগঞ্জ নিউফিল্ডের জনসভাস্থলে আধুনিক স্টেডিয়াম, ডায়াবেটিক হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, নতুন জেলা পরিষদ অডিটরিয়াম ও কমিউনিট সেন্টার, জেলা শিল্পকলা একাডেমিক ভবন, সার্ভার স্টেশন, আলেয়া জাহির কলেজ, জেলা কমান্ডেন্ট, আনসার ও ভিডিপি কার্যালয় ভবনের উদ্বোধন এবং শাহজীবাজার (৩৩০ মেগাওয়াট) কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা ২টা ৩০ মিনিটে হবিগঞ্জের নিউফিল্ডে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৫:১৪:৪১ ৩১০ বার পঠিত