বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪
প্রশ্ন ফাঁসকারীদের ওপর গজব নেমে আসবে : শিক্ষামন্ত্রী
Home Page » জাতীয় » প্রশ্ন ফাঁসকারীদের ওপর গজব নেমে আসবে : শিক্ষামন্ত্রীবঙ্গ-নিউজঃশিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন- পরীক্ষার প্রশ্ন নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। যাকে যেখানে যেভাবে পাওয়া যাবে তার ওপর গজব নেমে আসবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে এসএসসি ও দাখিল পরীক্ষা ২০১৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠকে অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে- পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার ও ফটোকপিয়ারগুলোর ব্যাপারে কঠোর গোয়েন্দা নজরদারি করা হবে। সেজন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ওসিদের চিঠি দিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে।
এছাড়া পরীক্ষা চলাকালে ফেসবুক বন্ধ রাখা যায় কিনা বিষয়টি খতিয়ে দেখারও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।প্রশ্নপত্র বা সাজেশান নিয়ে ধরা পড়লে, সেটি আসল-নকল যা-ই হোক তাকে আইসিটি অ্যাক্ট ও পরীক্ষা আইনে অভিযুক্ত করে মামলা দায়েরের জন্য নির্দেশ দেয়া হয়েছে। বৈঠকে আজ থেকে বিজিপ্রেসকে গোয়েন্দা নজরদারির আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর নজরদারি এবং এ সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবেরর নেতৃত্বে ২৫ সদস্যের আন্তঃমন্ত্রণালয় আইনশৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:০৩:৩০ ৩৩৯ বার পঠিত