বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৩
‘ঠিক যেভাবে তুমি চেয়েছো’-আঞ্জুমান রোজি
Home Page » সাহিত্য » ‘ঠিক যেভাবে তুমি চেয়েছো’-আঞ্জুমান রোজিদিনের কাছেই তো সূর্য
যতটা পুড়াবে ঠিক ততটাই উত্তাপ দিবে
রাতের কাছে সূর্য চেয়ে কী লাভ বলো !
তার চেয়ে বরং জীবনতরি ভাসিয়ে দাও দিনের আলোয়;
যদি কান্না হয়ে বরষা ঝরে, ভিজিয়ে দেয় দিনের শরীর
তবে ভেবো এ আমার ছোঁয়া
ঠিক যেভাবে তুমি চেয়েছো …
বাংলাদেশ সময়: ১২:৩৮:৪০ ৫৮১ বার পঠিত