বুধবার, ২৬ নভেম্বর ২০১৪

ঋণ খেলাপি সংস্কৃতির পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে : অর্থমন্ত্রী

Home Page » অর্থ ও বানিজ্য » ঋণ খেলাপি সংস্কৃতির পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে : অর্থমন্ত্রী
বুধবার, ২৬ নভেম্বর ২০১৪



abul_mal_abdul_mohit_25671.jpgবঙ্গ-নিউজঃঋণ খেলাপি সংস্কৃতির পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার সচিবালয়ে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বৃদ্ধি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী দাবি করেন, খেলাপি ঋণ সংস্কৃতির পেছনে রাজনৈতিক প্রভাব থাকলেও বর্তমান সরকার এটা সফলভাবে নিয়ন্ত্রণ করেছে।ঋণ খেলাপি বা আর্থিক অনিয়মের সঙ্গে যারা জড়িতরা সবাই রাজনৈতিক ব্যক্তি- সাংবাদিকদের এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করে অর্থমন্ত্রী বলেন, ‘নো নো।’ এ সময় একটি বেসরকারি ব্যাংকের সাথে সরকারের এক প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করা হলে অর্থমন্ত্রী বলেন, এ সঙ্গে সরকারে কী সম্পর্ক? কোনো বেসরকারি ব্যাংকের সাথেই সরকারের কোনো সম্পর্ক নেই।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ ৭৬ হাজার কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৪৫   ৩৪৭ বার পঠিত