বুধবার, ২৬ নভেম্বর ২০১৪

ফেসবুকে ইন্টার্নদের বেতন ৫ লাখ, গুগলে ৬.৭৫ লাখ

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ফেসবুকে ইন্টার্নদের বেতন ৫ লাখ, গুগলে ৬.৭৫ লাখ
বুধবার, ২৬ নভেম্বর ২০১৪



88965_f-g.jpgবঙ্গ-নিউজঃসোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ‘ভাইরাল জ্বরে’এবার জানা গেল বিশ্বের নামজাদা টেক কোম্পানির ইন্টার্নদের পারশ্রমিকের কথা। দুনিয়ার বেশিরভাগ দেশেই যেখানে একখানা চাকরি একেবারে দুর্মূল্য হয়ে দাঁড়িয়েছে সেখানে ব্যবহারিকজগতে কাজ শিখতে আসা ইন্টার্নদের পারিশ্রমিক/বৃত্তি/স্টাইপেন্ড একেবারে আকাশছোঁয়া।
টিফানি জং নামের এক তরুণী বিভিন্নভাবে বিশ্বের নামজাদা টেক কোম্পানিগুলোর যে তালিকা তৈরি করেছেন তাতে দেখা যাচ্ছে সবার আগে রয়েছে প্রশ্ন, উত্তরের সোশ্যাল প্ল্যাটফর্ম কুয়েরা (ছঁড়ৎধ), সেখানে ইন্টার্নদের মাসিক বেতন বাংলাদেশী মুদ্রায় প্রায় ছয় লাখ ২৫ হাজার। ফেসবুকে ইন্টার্নদের বেতন বাংলাদেশী মুদ্রায় প্রায় পাঁচ লাখ, গুগলে ছয় লাখ ৭৫ হাজার। এর সাথে রয়েছে হাউসিং হিসাবে আলাদা ভাতা।

বাংলাদেশ সময়: ১৪:১৪:০১   ৩৩৬ বার পঠিত