বুধবার, ২৬ নভেম্বর ২০১৪

হাসিনা-মোদি বৈঠক বিকেলে

Home Page » আজকের সকল পত্রিকা » হাসিনা-মোদি বৈঠক বিকেলে
বুধবার, ২৬ নভেম্বর ২০১৪



image_87329_0.jpgডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হবে আজ বুধবার। এদিন বিকেলে বন্ধুপ্রতীম প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।ভারতের টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন তথ্যই জানানো হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মঙ্গলবার রাতে বলেন, প্রধানমন্ত্রী মোদি বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এরপর শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি।

ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে দুই বন্ধু রাষ্ট্রের শীর্ষ নেতার মধ্যে। এবারের ১৮তম সার্ক সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য প্রস্তাবিত যে কয়টি চুক্তি সইয়ের কথা ছিল, তা হচ্ছে না বলে আগেই জানা গেছে। ফলে নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনাটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

অন্যদিকে সার্কের সব সদস্যরাষ্ট্রের প্রধানদের সঙ্গে মোদির সাক্ষাৎ হওয়ার বিষয়টি চূড়ান্ত হলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:২৪:৩৯   ৩৭৯ বার পঠিত