মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪
আমেরিকাজুড়ে ভয়াবহ দাঙ্গা
Home Page » বিশ্ব » আমেরিকাজুড়ে ভয়াবহ দাঙ্গাবঙ্গ-নিউজঃওয়াশিংটন: আমরিকার ফার্গুসনে ১৮ বছরের মাইকেল ব্রাউন নামে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ তরুণকে হত্যার দায় থেকে এক শেতাঙ্গ পুলিশকে অব্যাহতি দেয়ার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।বিক্ষোভকারীরা বিভিন্ন ভবন ও গাড়িতে আগুন দিয়েছে এবং দোকানপাটে লুটতরাজ চালায়।আদালতের রায়ের পর যাতে কোনো বিক্ষোভ-ভাংচুর কিংবা লুটপাট না করা হয় সে জন্য আগেই ব্রাউনের পরিবার এবং প্রেসিডেন্ট ওবামা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন।কিন্তু আদালতের রায়ের পর তাদের সে আহ্বান বৃথায় পর্যবসিত হয়েছে।
গত আগস্ট মাসে ব্রাউনকে গুলি করে হত্যার পর আমেরিকার বিভিন্ন শহরে সংঘর্ষ-সহিংসতা হয় এবং পুলিশি তৎপরতার কৌশল ও বর্ণবাদ নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়।সে মামলার রায়ে সোমাবর সেন্ট লুইস কাউন্টির সরকারি কৌঁসুলি রবার্ট ম্যাককুলাস জানান, পুলিশ অফিসার ড্যারেন উইলসনকে অভিযুক্ত করার মতো কোনো কারণ খুঁজে পাননি বিচারক।ম্যাককুলাসের এ ঘোষণা শোনার পর ব্রাউনের মা উচ্চ স্বরে কেঁদে ফেলেন এবং রায়ের বিরুদ্ধে শ্লোগান দেন।মুহূর্তেই লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং রাস্তায় নেমে ঘর-বাড়ি, দোকানপাট ও বিভিন্ন গাড়িতে হামলা চালায়।এর মধ্যে পুলিশের অন্তত একটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া, স্থানীয় পুলিশ বিভাগের কাছে গুলির শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারগ্যাস ও মরিচগুঁড়ো স্প্রে করতে হয়েছে।
সূত্র: আলজাজিরা, বিবিসি
বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩১ ৩৮৪ বার পঠিত