বুধবার, ২৩ জানুয়ারী ২০১৩
বিশ্বের সবচেয়ে বড় নিতম্বের অধিকারী ৮ ফুট
Home Page » এক্সক্লুসিভ » বিশ্বের সবচেয়ে বড় নিতম্বের অধিকারী ৮ ফুটবঙ্গ নিউজ ডটকম : পুরুষরা কোন নারীদের বেশি আকর্ষণীয় মনে করেন? এ উত্তরটা ভালো জানেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলেসের বাসিন্দা ৩৯ বছর বয়সী মাইকেল রাফিনেলি। বিশ্বের সবচেয়ে বড় নিতম্বের অধিকারী তিনি। অবিশ্বাস্য হলেও সত্যি, ৪ সন্তানের মা ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতাবিশিষ্ট মাইকেলের নিতম্বের বেড় ৮ ফুট ও তার ওজন ৪২০ পাউন্ড। সেই তুলনায় তার কোমর বেশ ছোটই বলতে হবে। কারণ কোমরের বেড় ৪০ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে বিশাল নিতম্বের অধিকারী হিসেবে তিনি এর মধ্যেই আনুষ্ঠানিক স্বীকৃতিও পেয়েছেন। তার স্বামী রেগি ব্রুকস তার সবচেয়ে বড় ভক্ত। ব্রুকস পেশায় একজন কম্পিউটার টেকনিশিয়ান। ১০ বছর আগে তারা বিয়ে করেছেন। রেগি তার স্ত্রীকে বেশ আকর্ষণীয় ও আবেদনময়ী মনে করেন। মাইকেলও তার নিজের শরীরের আকৃতি নিয়ে বেশ সন্তুষ্ট। আমি আমার শরীরের আকার পছন্দ করি। খাদ্যভ্যাস পাল্টে ডায়েট করার কোন কারণ আমি দেখি না। কারণ আমার কোন স্বাস্থ্য সমস্যা নেই। পুরুষরা রোগা-পাতলা শরীরের মেয়েদের তুলনায় বালিঘড়ি আকৃতির ফিগারই বেশি পছন্দ করে। কথাগুলো বলছিলেন মাইকেল। জেনিফার লোপেজ, কিম কারদাশিয়ান ও বিয়ন্স হয়তো তার মতের সঙ্গে দ্বিমত করবেন না। কিন্তু প্রতিদিন যে ভোগান্তি আর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় মাইকেলকে, তা তাদের সইতে হয় না। শরীরের কারণে মাইকেল গাড়ির বদলে ট্রাক চালান। বিশ্বের সবচেয়ে বড় নিতম্বের অধিকারী এ নারী বসেন স্টিলের চেয়ারে। তার শোবার খাটটি ৭ ফুট চওড়া। টিনএজে মাইকেলের আকৃতি এত বিশাল ছিল না। তার ওজন ছিল ১৪০ পাউন্ড। ২২ বছর বয়সে মাইকেল প্রথম সন্তান অ্যান্ড্রুর জন্ম দেন। তার বয়স এখন ৩৯ বছর। এর আগে যে সংসারে ছিলেন মাইকেল সেখানেই প্রথম সন্তানের জন্ম। তখন থেকেই ওজন বাড়তে শুরু করে মাইকেলের। রেগির সংসারে তার সন্তান তিনটি। মাত্র এক দশকে তার ওজন গিয়ে ঠেকেছে ৪২০ পাউন্ডে। প্রতিদিন ৩ হাজার ক্যালোরির খাবার খান। কিন্তু শরীরের একটি অংশই কেন এতো বেড়ে চলেছে তা তার জানা নেই। তবে যাই হোক নিজের শারীরিক সৌন্দর্যের ব্যাপারে বেশ আস্থাশীল মাইকেল।
বাংলাদেশ সময়: ৯:০৯:৪১ ৩৩৯০ বার পঠিত