রবিবার, ২৩ নভেম্বর ২০১৪
বিস্ফোরণে ভারতের বিজেপি সরকারের প্রতিও ইঙ্গিত করেছেন মমতা ব্যানার্জি
Home Page » প্রথমপাতা » বিস্ফোরণে ভারতের বিজেপি সরকারের প্রতিও ইঙ্গিত করেছেন মমতা ব্যানার্জিবঙ্গ-নিউজঃভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খাগড়াগড় বিস্ফোরণের জন্য দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘র’ দায়ী কিনা সে প্রশ্ন তুলেছেন। ওই বিস্ফোরণের পেছনে ভারতের বিজেপি নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রতিও ইঙ্গিত করেছেন তিনি। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতাকালে তিনি এই ইঙ্গিত দিয়েছেন। কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে রোববার এ খবর প্রকাশিত হয়েছে।মমতা ক্ষিপ্ত কণ্ঠে শনিবার বলেন, “জঙ্গি, না কেন্দ্রীয় সংস্থা ‘র’-কে দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা-ও দেখতে হবে!” বিজেপি নেতৃত্বের উদ্দেশে তিনি বলেন “তুমি মশলা নিয়ে লোক ঢোকাবে, তুবড়ি ফাটাবে, আর আমার দোষ হয়েছে বলবে!”
মমতা ব্যানার্জি সীমান্তে অনুপ্রবেশ বন্ধে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বিএসএফকেও অভিযুক্ত করেন।তিনি শনিবার প্রশ্ন করেন, “ওই ব্যক্তি বর্ধমানে পৌঁছল কী করে? এটা তো অনুপ্রবেশ! অনুপ্রবেশ রোখার দায়িত্ব পুরোটাই তো বিএসএফের। রাজ্যের কি দোষ?” মমতা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। কিন্তু সীমান্ত রার দায়িত্ব যাদের, তারা যদি রাজ্য সরকারকে সময় মতো তথ্য না দেয়, তা হলে রাজ্য ব্যবস্থা নেবে কী ভাবে?এ দিন সভায় তৃণমূল নেত্রী বলেন, কেন্দ্রের বিজেপি সরকার ষড়যন্ত্র করেই চলেছে। খাগড়াগড় কাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “গত মে মাসে এখানে এসে উনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) বলেছিলেন, অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। এর পর জুন মাসে ওই লোক (খাগড়াগড় কাণ্ডের নায়ক) বর্ধমানে এলো!”
কয়লাখনি ও টু-জি তদন্তে সুপ্রিম কোর্ট যে ভাবে সিবিআইয়ের প্রধানকে ভর্ৎসনা করেছেন, তার উল্লেখ করে মমতা বলেন, এর পর সিবিআইয়ের তো আর থাকাই উচিত নয়। তার কথায়, “নতুন কোনো সংস্থা হোক। তা কিন্তু আরএসএস মার্কা লোক দিয়ে চালানো যাবে না!”
বাংলাদেশ সময়: ১৬:০৫:৪৩ ৩৬১ বার পঠিত