শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪
বিমানবন্দরে পৌণে ১ কেজি স্বর্ণসহ ছাত্র আটক
Home Page » সংবাদ শিরোনাম » বিমানবন্দরে পৌণে ১ কেজি স্বর্ণসহ ছাত্র আটকবঙ্গ-নিউজঃহযরত শাহজালাল র. আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৌণে এক কেজি স্বর্ণসহ ফার্জি রহমান (২০) নামে এক ছাত্রকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।আজ শুক্রবার বেলা দেড়টার দিকে তার দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ৩৮ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সুত্র জানায়, দুপুরে কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা এমএইচ-১০২ ফাইটে ঢাকায় আসেন ফার্জি। এসময় তার দেহ তল্লাশি করে আন্ডারওয়্যারের ভেতর থেকে ৭৭৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। ফার্জি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব অ্যাকাউন্টিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফার্জি জানায়, মালয়েশিয়া থেকে ঢাকায় আসার রিটার্ন টিকিটের বিনিময়ে এই স্বর্ণ সে নিয়ে আসে। এছাড়াও গত ছয় মাসে ১২বার মালয়েশিয়া থেকে ঢাকা আসা যাওয়া করে ফার্জি।
বাংলাদেশ সময়: ২০:৫২:০৩ ৩২৮ বার পঠিত