শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪

সিলেটে গিয়ে ছাত্রলীগকে একবার ‘রাবিশ’ বলে আসুন : অর্থমন্ত্রীকে সুরঞ্জিত

Home Page » জাতীয় » সিলেটে গিয়ে ছাত্রলীগকে একবার ‘রাবিশ’ বলে আসুন : অর্থমন্ত্রীকে সুরঞ্জিত
শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪



suranjit.jpgবঙ্গ-নিউজঃস্বর্ণ চোরাচালানের দায় বিমানমন্ত্রী এড়াতে পারেন না মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, স্বর্ণ চোরাচালানের সাথে বিমানের কর্মকর্তাদের জড়িয়ে পড়ার দায়দায়িত্ব বিমানমন্ত্রী ও এর চেয়ারম্যান এড়াতে পারেন না। এর দায়দায়িত্ব আপনাদেরই নিতে হবে।আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের হতাহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে উদ্দেশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তিনি (মুহিত) যেন সিলেটে গিয়ে ছাত্রলীগকে একবার ‘রাবিশ’ বলে আসেন।স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।সাম্প্রতিক সময়ে র্স্বণ চোরচালান বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে এনে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিমানের কর্মকর্তারা বিমান চালনা বাদ দিয়ে স্বর্ণ চালানের সাথে জড়িয়ে পড়ছে। এটা গর্হিত কাজ। কিছু মাঝারি কর্মকর্তাদের গ্রেফতার করেই দায়িত্ব এড়াতে পারেন না। স্বর্ণ চোরাচালানের দায়-দায়িত্ব বিমানমন্ত্রী ও চেয়ারম্যানকেই নিতে হবে।তিনি বলেন,স্বর্ণ চোরাচালান বেড়ে যাওয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর সাথে বিমানের কর্মকর্তারা জড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রভাব পড়ছে। অতএব অভিলম্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে রাঘব বোয়ালদের গ্রেফতার করতে হবে।
সিলিটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুরঞ্জিত বলেন, ছাত্রলীগ যখন সিলেট এমসি কলেজ পোড়ানোর ঘটনা ঘটায় তখন শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী দুজনই গিয়েছিলেন। তখন শিক্ষামন্ত্রী সেখানে গিয়ে কেঁদেছিলেন। আমি এবারও শিক্ষামন্ত্রীকে বলবো, আর কিছু না পারেন একবার সেখানে গিয়ে কাঁদেন। আর অর্থমন্ত্রীকে বলবো সেখানে গিয়ে ‘রাবিশ’ বলে আসেন।ছাত্রলীগের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে সাবেক এই মন্ত্রী আরো বলেন, ছাত্রলীগকে রক্ষা করতে হবে। গুটি কয়েক কর্মী ছাত্রলীগের গৌরবজ্জ্বল ইতিহাসকে ম্লান করে দিচ্ছে। সময় চলে যাচ্ছে। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগকে আবার নীতি ও আদর্শের পথে নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী কষ্ট করে যা কিছু অর্জন করছেন তা কয়েকজনের কারণে ম্লান হয়ে যাচ্ছে। এটা হতে পারে না।সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে সুরঞ্জিত বলেন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করলে আমাদেরকে বিচলিত হতে হয়।

বাংলাদেশ সময়: ২০:৩১:৩৭   ৩১৫ বার পঠিত