শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪
অর্ধেক দামে ল্যাপটপ পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট মেলায়
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » অর্ধেক দামে ল্যাপটপ পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট মেলায়নামই ডিসকাউন্ট ফেয়ার। তাই মেলায় যা কিনবেন, তাতেই কিছু না কিছু ছাড়। এমনকি টিকিটেও রয়েছে ছাড়। ২০ নভেম্বর থেকে রাজধানীর সামরিক জাদুঘর প্রাঙ্গণে শুরু হয়েছে চার দিনের ডিসকাউন্ট মেলা। চলবে ২৩ তারিখ পর্যন্ত।
এক্সপো মেকারের আয়োজনে মেলা রাত ৮টা পর্যন্ত চলছে। মেলায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে এইচপি, তোশিবা ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এ ছাড়া মেলায় প্রযুক্তি ও ফ্যাশনপণ্যের ক্ষেত্রেও ছাড় পাওয়া যাচ্ছে। গাড়ি কিনলেও পাচ্ছেন ছাড়।
মেলার আয়োজক এক্সপো মেকারের প্রধান পরিচালন কর্মকর্তা নাহিদ হাসনাইন বলেন, মেলায় দর্শকদের সাড়া পাচ্ছি। আজ শুক্রবার আরও বেশি দর্শক আসবেন। মেলায় ছাড়কৃত দামে প্রযুক্তি ও ফ্যাশনপণ্য মিলছে। ৭০০ টাকায় মোবাইল ফোন, ১৭ হাজার টাকার মধ্যে ল্যাপটপ পাওয়া যাচ্ছে।
নাহিদ হাসনাইন জানান, মেলায় শুধু প্রযুক্তিপণ্যই নয়, এখানে রয়েছে পোশাক ও গাড়ির স্টল। মেলায় টাটা ন্যানো গাড়ি প্রদর্শিত হচ্ছে।
ডিসকাউন্ট মেলায় ই-কমার্স, আইটি-টেলিকম, অটোমোবাইল, হোম অ্যাপলায়েন্স, হোটেল অ্যান্ড ট্যুরিজম, ফ্যাশনসহ নানা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, এইচটিএস করপোরেশন, জেডকাইট৯, আরএস টেকনোলজিস, ডিএক্স জেনারেল, সিমেন্স বাংলাদেশ, ওখানেই ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ডিসকাউন্ট মেলায় বিভিন্ন পণ্য ছাড়ে বিক্রি হচ্ছে
টাটার কর্মকর্তারা জানান, মেলায় তাঁদের ন্যানো গাড়িটিতে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আট লাখ ৯৯ হাজার টাকা দামের গাড়ি ডিসকাউন্ট মেলা থেকে কিনলে সাত লাখ ৪৯ হাজারে পাওয়া যাবে।
স্মার্ট টেকনোলজিসের পণ্য ব্যবস্থাপক আল বেরুনি সুজন বলেছেন, আমরা মেলায় স্মার্ট ভিলেজ তৈরি করেছি। এখান থেকে ১৭ হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যাচ্ছে।
আজ শুক্রবার বিকাল থেকে মেলায় ২০০ জনেরও বেশি গেমারের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে গেমিং প্রতিযোগিতা। এ ছাড়া বিডিওএসএন ও বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি বিজ্ঞাপনের বিভিন্ন উপকরণ প্রদর্শন করবে মেলায়। কাল মেলায় আউটসোর্সিং-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।
মেলায় প্রবেশমূল্য ২৫ টাকা। তবে দর্শনার্থীদের টিকিটে পাঁচ টাকা ডিসকাউন্ট দিচ্ছেন আয়োজকরা।
7575
5
Google +
4
0
Digg
2
Blogger
0
7600
মন্তব্য
তথ্যপ্রযুক্তি - এর আরো খবর
পারিবারিক বন্ধন দৃঢ় করে ফার্মভাইল এর মতো অনলাইন গেম
স্যামসাংয়ের ৬ স্মার্টফোনের মূল্যহ্রাস
মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস ডাউন, বিচ্ছিন্ন এমএসএন
কিস্তিতে পাওয়া যাচ্ছে প্রেস্টিজিও ট্যাবলেট পিসি ও স্মার্টফোন
ইন্টারনেট ছাড়াই আইওএস ও অ্যান্ড্রয়েডে যেভাবে দেখবেন গুগল ম্যাপ
স্মার্টফোনের মডেল কমিয়ে আনবে স্যামসাং
ফেসবুক গেম হৃদ্যতা বাড়ায়
ফেসবুকের মাধ্যমে ধরা পড়লেন ১০ বছরের পলাতক অপরাধী
ফেসবুকের কল্যাণে ২৫ বছর পর জানলেন তারা দুই যমজ বোন
কিস্তিতে আইফোন সিক্স দিচ্ছে রবি
ইন্টারনেট ব্যবহারে আমেরিকাকে পিছনে ফেলল ভারত
আড্ডা দিন ফেসবুকের গ্রুপ অ্যাপে
আইফোনের পরের ভার্সনে থাকছে ডিএসএলআর
পাওয়ার পয়েন্টের বিকল্প অ্যাপ ‘মাইক্রোসফট সোয়ে’
ফেসবুকের গোপন প্রকল্পে ৮ হাজার কর্মী
বাংলাদেশ সময়: ১৭:৫৩:২১ ৩৬৯ বার পঠিত