বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০১৪

মোরগকে নির্বাসনে পাঠানোর রায়

Home Page » এক্সক্লুসিভ » মোরগকে নির্বাসনে পাঠানোর রায়
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০১৪



cock.jpgবঙ্গ-নিউজঃপ্রতিদিন হাঁক ডাক করে প্রতিবেশিদের বিরক্ত করতো যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের এক মোরগ। এতে প্রতিবেশীরা আদালতের শরণাপন্ন হন। অবশেষে ওটাকে নির্বাসনে পাঠানোর আদেশ জারি করা হয় মালিকের ওপর।মোরগের মালিক মেগ্যান কেলে। ২০১২ সালে তার নাতনির জন্য দুই দুটো মুরগি কিনে আনেন তিনি। কিন্তু আনার পর দেখতে পান এদের একটি মোরগ। পরে আদর করে এটির নাম দেন ‘মিস্টার রোস্টার’।
মালিক কেলে ওটাকে নিজের কাছেই রাখার জন্য দীর্ঘ এক মাস আইনি লড়াই করেছেন। তবে আদালত পস্টাপস্টিভাবে জানিয়ে দেয়, মোরগটিকে বাসায় রেখে প্রতিবেশিদের বিরক্তি তৈরি করা আইনের লঙ্ঘন। তাই ওটাকে অন্য কোথাও নির্বাসনে পাঠাতে হবে। না পাঠালে জরিমানা গুনতে হবে তিন হাজার ডলার।
অবশেষে রায় শুনার পর পরই ওটাকে একটি খামারে নির্বাসনে পাঠাতেই বাধ্য হলেন কেলে। নির্বাসিত জীবনে কেমন আছে মোরগটি?কেলে বলেন, বাজ পাখির আক্রমণে ওটা শরীর থেকে কিছু পালক হারিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৯:৩২   ৯০৬ বার পঠিত