বুধবার, ১৯ নভেম্বর ২০১৪
দানে সেরা যুক্তরাষ্ট্র ও মিয়ানমার, বাংলাদেশ ৭২
Home Page » জাতীয় » দানে সেরা যুক্তরাষ্ট্র ও মিয়ানমার, বাংলাদেশ ৭২বঙ্গ-নিউজঃদান করার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও মিয়ানমার। বাংলাদেশ রয়েছে ৭২তম স্থানে। ব্রিটেনের চ্যারিটিজ এইড ফাউন্ডেশনের ওয়ার্ল্ড গিভিং ইনডেক্স ২০১৪ এ তথ্য প্রকাশ করেছে। কোন দেশ কতটা দানশীল তা প্রকাশ করতেই এই তালিকা প্রণয়ন করা হয়েছে।১৩৫টি দেশকে নিয়ে তৈরি তালিকা অনুযায়ী, শ্রীলঙ্কার অবস্থান নবম, ভুটান ১১, ভারত ৬৯তম, পাকিস্তান ৬১।তালিকার শীর্ষ স্থানীয় দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র ও মিয়ানমার (প্রথম), কানাডা (তৃতীয়), আয়ারল্যান্ড (চতুর্থ), নিউজিল্যান্ড (পঞ্চম), অস্ট্রেলিয়া (যষ্ঠ), মালয়েশিয়া (সপ্তম), ব্রিটেন (অষ্টম), শ্রীলঙ্কা (নবম), ত্রিনিদাদ ও টোবাগো (দশম)।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন উদারতার তালিকায় ১২৮, রাশিয়া ১২৬।
সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবে জি২০ ভুক্ত দেশগুলোর মধ্যে মাত্র পাঁচটি দেশ সেরা ২০-এর তালিকায় রয়েছে। অর্থাৎ দানÑখয়রাত যে কেবল সম্পদ থাকলেই হয় না তার প্রমাণ মিয়ানমারের তালিকার শীর্ষে থাকা। দেশটির ৯১ শতাংশ লোক গত বছর দান-খয়রাত করেছে। দানের ব্যাপারে দেশটির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এর পেছনে।
বাংলাদেশ সময়: ২০:৫৯:৪৮ ৩৪০ বার পঠিত