বুধবার, ১৯ নভেম্বর ২০১৪
নতুন সড়ক পরিবহন আইন হবে : ওবায়দুল কাদের
Home Page » আজকের সকল পত্রিকা » নতুন সড়ক পরিবহন আইন হবে : ওবায়দুল কাদেরডেস্ক রিপোর্টঃগাড়ি চালকদের পাশাপাশি মালিকদেরকেও শাস্তির বিধান রেখে নতুন করে সড়ক পরিবহন আইন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন গাড়ি চালকদের বিরুদ্ধে বিআরটিএ’র চলমান অভিযানের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ কার্যক্রমে বৃহস্পতিবার থেকে নতুন করে আরো ২ জন ম্যাজিস্ট্রেট সম্পৃক্ত হবেন। রাজধানীতে গণপরিহনের সংখ্যা না বাড়ার পেছনে বেসরকারি উদ্যেক্তাদের অনীহাই দায়ী।
তিনি বলেন, ১০ নভেম্বর থেকে সারাদেশে বিআরটিএ’র এ অভিযানে এ পর্যন্ত ৭ হাজার ১৬৪টি মামলা এবং ৫২ লাখ ১৬হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:২২:৪৭ ৩৩৪ বার পঠিত