বুধবার, ১৯ নভেম্বর ২০১৪
ঐশীর বিচার শুরু হচ্ছে আগামী ২৪ নভেম্বর
Home Page » প্রথমপাতা » ঐশীর বিচার শুরু হচ্ছে আগামী ২৪ নভেম্বরসস্ত্রীক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান হত্যা মামলায় মেয়ে ঐশী রহমানসহ ৩ জনের বিচার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার টাইব্যুনালে ।
মঙ্গলবার ওই ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাদেকুর রহমান আসামিদের উপস্থিতির জন্য ওই তারিখ ঠিক করেন।
এর আগে গত ২১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটির বিচার ওই ট্রাইব্যুনালে শুরু করার জন্য প্রজ্ঞাপন জারি করে। এরপর ঢাকা মহানগর দায়রা আদালত মামলাটির নথি ট্রাইব্যুনালে পাঠায়।
মামলাটিতে এর মধ্যে মহানগর দায়রা জজ আদালতে চার্জশিটভুক্ত ৫৭ জন সাক্ষির মধ্যে বাদী ঐশীর চাচা মশিহুর রহমান রুবেলসহ ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার অপর ৩ আসামি হচ্ছেন ঐশীর দুই বন্ধু আসাদুজ্জামান জনি, মিজানুর রহমান রনি ও গৃহকর্মী খাদিজা আক্তার সুমি।
ঐশীসহ তার দুই বন্ধুর বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হলেও গৃহকর্মী খাদিজা আক্তার সুমির বিচার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজের কিশোর আদালতে (জুবেনাইল) আদালতে অনুষ্ঠিত হবে।
গত ৯ মার্চ ডিবির ইন্সপেক্টর মো. আবুয়াল খায়ের আদালতে ওই চার্জশিট দাখিল করেন। এর প্রায় দুই মাস পর গত ৬ মে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন।
উল্লেখ, ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগের নিজ বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পরের দিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় নিজে আত্মসমর্পণ করেন।
বাংলাদেশ সময়: ১২:৪২:০৭ ৩৬৮ বার পঠিত