মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪

পল্লী প্রেম-আল রিআন

Home Page » সাহিত্য » পল্লী প্রেম-আল রিআন
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪



depositphotos_11892777-cartoon-wooden-village.jpg

আমি একা একা ঘুরে ফিরে
হারিয়ে গেলাম ঐ গাঁয়েরই মধ্যে খানে।
নাম না জানা, কত পাখির গানে গানে
সবুজ ঘাসের শিঁশির ভেজা পথের ধারে
একা একা বসে বসে, কাটে যে দিন সুরে সুরে।
সাঁঝের বেলা ধীরে ধীরে যতই চাই আসতে ফিরে
ততই যাই সবুজ গাঁয়ের প্রেমে পড়ে
মন যে আমার মানে নারে
সকল কিছু ফেলে আমি
যাই যে ছুটে ঐ গাঁয়েরই মায়ার টানে
সকল কিছু যাই যে ভুলে
পল্লী সুরের গানে গানে

বাংলাদেশ সময়: ২৩:৪৫:২৮   ৫২৫ বার পঠিত