মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪

এসএসসি পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু

Home Page » জাতীয় » এসএসসি পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪



ssc-2012.jpgবঙ্গ-নিউজঃআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১০ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে এবং সব বোর্ডের অধীনে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৬ মার্চ। পরীক্ষার সময়সূচি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জানা গেছে, গত কয়েক বছরের মতো লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।
মন্ত্রণালয়ের ওয়েসসাইটে (www.moedu.gov.bd) এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে গতকাল মঙ্গলবার। আটটি সাধারণ বোর্ডের এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের রুটিন আলাদাভাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে।ঘোষিত সময়সূচি অনুযায়ী ২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি ও মাদরাসা বোর্ডের দাখিলের তত্ত্বীয় পরীা অনুষ্ঠিত হবে। সাধারণ বোর্ডগুলোতে ২ ফেব্রুয়ারি পরীা হবে বাংলা প্রথমপত্রের। ৪ ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয় পত্র, ৮ ফেব্রুয়ারি ইংরেজি প্রথম পত্র, ১০ ফেব্রুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্র, ১২ ফেব্রুয়ারি ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, ১৫ ফেব্রুয়ারি গণিত, ১৮ ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফাইন্যান্স ও ব্যাংকিং, ইতিহাস, ব্যবসায় পরিচিতি, ২২ ফেব্রুয়ারি রসায়ন, পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ, ২৪ ফেব্রুয়ারি ভূগোল, বাণিজ্যিক ভূগোল, ২৬ ফেব্রুয়ারি সাধারণ বিজ্ঞান, উচ্চতর গণিত, ১ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সামাজিক বিজ্ঞান, ৩ মার্চ জীববিজ্ঞান/অর্থনীতি, ৪ মার্চ গার্হস্থ্য অর্থনীতি/গার্হস্থ্য বিজ্ঞান, ৮ মার্চ হিসাববিজ্ঞান এবং ১০ মার্চ শারীরিক শিক্ষা। এসএসসিতে আগামী ১১ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীা এবং ১২ থেকে ১৬ মার্চের মধ্যে এসএসসি ও মাদরাসা বোর্ডের সব বিষয়ের ব্যবহারিক পরীা শেষ করতে বলা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারো সকালের পরীা সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত এবং বিকেলের পরীা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ২২:০৯:১১   ৩১৬ বার পঠিত