মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪
খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি কাল পর্যন্ত মুলতবি
Home Page » জাতীয় » খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি কাল পর্যন্ত মুলতবিবঙ্গ-নিউজঃবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।আজ মঙ্গলবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবি অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুনানি করেন। শুনানি অসমাপ্ত অবস্থায় আদালত আগামীকাল বুধবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় চার্জ গঠন এবং চার্জ আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা তিনটি লিভ টু আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন বিচারক বাসুদেব রায়ের আদালত। ওই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। হাইকোর্ট আবেদনটি খারিজ করে দিলে খালেদা জিয়া আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৮:৪৮:৪২ ৩৪১ বার পঠিত