রবিবার, ১৬ নভেম্বর ২০১৪
ঢাবি শিক্ষার্থীদের দাবি রাবি শিক্ষকের হত্যাকারীদের বিচার
Home Page » শিক্ষাঙ্গন » ঢাবি শিক্ষার্থীদের দাবি রাবি শিক্ষকের হত্যাকারীদের বিচারবঙ্গ-নিউজ ডটকমঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের’ ব্যানারে আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি জানান।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিহত রাবির ওই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র জাভিনের পিতা বলে শিক্ষার্থীরা জানান।
সমাবেশে ঢাবি অধ্যাপক ড. কাবেরী গায়েন বলেন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পূর্বপরিকল্পনা অনুযায়ী অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলামকে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করছি।
সমাবেশে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, দেশ আজ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে সমাজের শীর্ষ স্থানীয় লোকসহ শিক্ষকদেরও নিরাপত্তা নেই। মৌলবাদী, জঙ্গিবাদীরা আবার তৎপর হয়ে উঠছে বলেও তারা উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৪:৩৩ ৩৫২ বার পঠিত