রবিবার, ১৬ নভেম্বর ২০১৪
কালিগঙ্গা নদী ভরাট বন্ধে হাইকোর্টের নির্দেশ
Home Page » সংবাদ শিরোনাম » কালিগঙ্গা নদী ভরাট বন্ধে হাইকোর্টের নির্দেশবঙ্গ-নিউজ ডটকমঃ মানিকগঞ্জের কালিগঙ্গা নদী দখল করে তার উপর স্থাপনা নির্মাণ ও ভরাট বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে।একই সঙ্গে এ নদী ভরাট করে আকিজ পার্টিকেলস এর স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরি ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে এলজিআরডি ও পরিবেশ সচিব, মহাপরিচালক ও পরিচালক পরিবেশ অধিদপ্তর, চেয়ারম্যান বিআইডব্লিউটিএ, মানিকগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে আদেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:১২:৪৬ ৩২০ বার পঠিত