রবিবার, ১৬ নভেম্বর ২০১৪

শারজাহ বঙ্গবন্ধু পরিষদের জেল হত্যা দিবস পালিত

Home Page » সংবাদ শিরোনাম » শারজাহ বঙ্গবন্ধু পরিষদের জেল হত্যা দিবস পালিত
রবিবার, ১৬ নভেম্বর ২০১৪



img-20141114-wa0000_58110.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ গত ১৪ নভেম্বর সন্ধ্যা শারজাহ বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আহমেদ আলি। এম, এ তাহের ভূইঞার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ইউ,এ,ঈ প্রবাসিদের জন্যে প্রবাসী কল্যান ব্যাংক চালু করেছে। এর আগে প্রবাসিদের মৃত দেহটা বাংলাদেশে আত্মীয়দের কাছে পৌছাতে পারতো না। এ সরকার তার ব্যবস্থা করেছে সুধু তাই নয়, এখন লাশের সঙ্গে তার পরিবারকে নগদ ৩ লক্ষ টাকা প্রদান করা হয় এবং তা বাড়ি পৌছানোর জন্যে ৩৫ হাজার টাকাও দেয়া হয় এয়ারপোর্ট থেকে। এরপর আরো সুযোগ সুবিধা পেতে হলে সরকারের কাজে সহায়তা করতে হবে। ইউ,এ,ই থেকে বঙ্গবন্ধু পরিষদের সকলে সরকারের সকল কাজে সহায়তা করার আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস,এম নুরইসলাম, কাজী মোহাম্মাদ আলী, আমির হোসেন, ইসমাইল হোসেন, ইউসুফ মিয়া, নুরুল আফসার, আসাধ হোসেন হিরু, হাফেজ শফিক, ইঞ্জিনিয়ার রাসেল, শাহিন টিটু, সভা শেষে জেল খানায় যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৭:১০   ৩৩৬ বার পঠিত