রবিবার, ১৬ নভেম্বর ২০১৪
টাইগারদের ইতিহাস, জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ
Home Page » ক্রিকেট » টাইগারদের ইতিহাস, জিম্বাবুয়ে হোয়াইটওয়াশবঙ্গ-নিউজ ডটকমঃ তিন ম্যাচ টেস্ট সিরিজে প্রথমবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ার পথে এগুচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যেই ২-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। সিরিজের শেষ ম্যাচ চট্টগ্রাম টেস্টেও জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে টাইগারা। চট্টগ্রাম টেস্ট জিততে হলে দুই সেশনে বাংলাদেশকে তুলে নিতে হবে মাত্র পাঁচটি উইকেট।
বাংলাদেশের ছুড়ে দেওয়া ৪৪৮ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে এরই মধ্যে ৫টি উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। রান তুলেছে মাত্র ১৮২। ফলে সিরিজের শেষ টেস্টটি জিততে হলে ৫ উইকেটে সফরকারীদের করতে হবে আরো ২৬৭ রান। হাতে আছে মাত্র দু’টি সেশন।
রোববার চতুর্থ দিনের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন জিম্বাবুয়ের দুই অপরাজিত ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা (২৬) ও সিকান্দার রাজা (৪৩)। চতুর্থ দিন থেকে দারুণ খেলতে থাকা এই জুটিকে বেশিদূর এগুতে দেননি অলরাউন্ডার শুভাগত হোম। দলীয় ৯৭ রানের মাথায় মাসাকাদজাকে (৩৮) মুশফিকের ক্যাচ বানান শুভাগত। এর কিছুক্ষণ পর ইনিংসের প্রথম থেকেই দারুণ খেলতে থাকা সিকান্দার রাজাকেও সাজঘরের পথ দেখিয়েছেন শুভাগত। জিম্বাবুয়ের দলীয় ১১৬ রানের মাথায় সিকান্দারকে শফিউল ইসলামের ক্যাচ বানান এই অলরাউন্ডার। ফেরার আগে ৭৫ বল মোকাবিলা করে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৫ রানের একটি ঝড়ো ইনিংস উপহার দেন সিকান্দার রাজা।
পরপর দু’টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে তৃতীয় উইকেটে জুটি দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক ব্রেন্ডন টেলর ও রেগিস চাকাভা। কিন্তু সফরকারীদের শিবিরে আবারো জোড়া আঘাত হানেন তরুণ স্পিনার জুবায়ের হোসেন লিখন। মাত্র ১৪ রানের ব্যবধানে অধিনায়ক টেলর ও এল্টন চিগুম্বুড়াকে ফিরিয়ে ম্যাচ স্বাগতিকদের নিয়ন্ত্রণে এনে দেন জুবায়ের।
এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৮২ রান। সফরকারীদের পক্ষে ৩৭ রানে ক্রিজে আছেন রেগিস চাকাভা। তার সঙ্গে ১ রান নিয়ে অপরাজিত আছেন ক্রেইগ আরভিন।
বাংলাদেশ সময়: ১৪:৫২:০৪ ৩৩৬ বার পঠিত