রবিবার, ১৬ নভেম্বর ২০১৪
বাংলাদেশে আসছেন পাঁচ দেশের স্পিকার ও এমপিরা
Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশে আসছেন পাঁচ দেশের স্পিকার ও এমপিরাডেস্ক:
বাংলাদেশে আসছেন এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পাঁচটি দেশের স্পিকার ও এমপিরা । কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) আয়োজনে অনুষ্ঠেয় এক কর্মশালায় যোগ দিতে তারা ঢাকায় আসছেন।আজ শনিবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১৭ থেকে ২০ নভেম্বর চার দিনের ওই কর্মশালা অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএর নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।বাংলাদেশ জাতীয় সংসদ, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ও ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের (আইএমএফ) যৌথ উদ্যোগে ‘ইকোনমিক অ্যান্ড ফিনানশিয়াল চ্যালেঞ্জেস ফর ইমারজিং ইকোনমিস ইন এশিয়া, ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া রিজন্স’ শীর্ষক কর্মশালায় অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও শ্রীলংকা।
বাংলাদেশ সময়: ৯:৪৬:৪৯ ৩৪৭ বার পঠিত