শনিবার, ১৫ নভেম্বর ২০১৪

দুর্গাপুরে দুর্যোগ মোকাবেলা বিষয়ক উপকরন বিতরন

Home Page » সারাদেশ » দুর্গাপুরে দুর্যোগ মোকাবেলা বিষয়ক উপকরন বিতরন
শনিবার, ১৫ নভেম্বর ২০১৪



dsk-picture-durgapur-300x240.jpgনিজস্বপ্রতিবেদকবঙ্গনিউজনেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিপিকো-৭ প্রকল্পের আয়োজনে ইউরোপিয়ান কমিশন ডাইরেক্টরীয়েট জেনারেল ফর হিউম্যানিটেরিয়ান এইড এন্ড সিভিল প্রোটেকশান (ইকো) এর অর্থায়নে ড্যান চার্চ এইড এর সহযোগীতায় উপজেলার সদর ও গাওঁকান্দিয়া ইউনিয়নের ৭টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়,২টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদকে দুর্যোগ মোকাবেলা বিষয়ক উপকরন হিসেবে(অগ্নি নির্বাপক যন্ত্র-২টি,রোগী বহনকারী ষ্ট্রেচার-১টি,হ্যান্ড মাইক=১টি,প্রাথমিক চিকিৎসা বক্স-১টি) প্রদান করা হয় শনিবার দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকের হলরুমে।
ডিএসকের উপ-প্রকল্প সমন্বয়কারী মোঃ মর্তুজ আলীর সভাপতিত্বে উপকরন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন,অন্যান্যের মধ্যে আলোচনা করেন বারমারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মশিউর রহমান,ডিএসকের ট্রেনিং অফিসার মোঃ জাবের আলী,মেনকী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:১৪:৪৪   ৩৭৮ বার পঠিত