শনিবার, ১৫ নভেম্বর ২০১৪

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

Home Page » বিশ্ব » ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প
শনিবার, ১৫ নভেম্বর ২০১৪



indo.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ইন্দোনেশিয়ার মালাকা দ্বীপপুঞ্জের কাছে সাগরের তলদেশে ৭.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প উপকেন্দ্রের ৩শ’ কিলোমিটারের (১৮৫ মাইল) মধ্যে ভয়াবহ সুনামি আশঙ্কায় সতর্কতা জারি করেছে হাওয়াইয়ের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

তবে প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত কোনো সুনামির বিপদ নেই বলে জানিয়েছে কেন্দ্রটি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র মালাকা দ্বীপের টেরনাতি থেকে ১৩৪ কিমি উত্তরপশ্চিমের সাগরে এবং উৎপত্তি ৪৭ কিমি গভীরে।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৫২   ৩২২ বার পঠিত