শনিবার, ১৫ নভেম্বর ২০১৪

উত্তাল রাবি : ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

Home Page » প্রথমপাতা » উত্তাল রাবি : ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
শনিবার, ১৫ নভেম্বর ২০১৪



raj.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম নিলনকে (৩৯) হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

শনিবার সন্ধ্যায় বিচারের দাবিতে ঢাকা-রাজশাহী সহাসড়ক অবরোধ করেছে রাবির শত শত শিক্ষার্থী। হত্যার বিচারের স্লোগান দিয়ে তারা এ অবরোধ অব্যাহত রেখেছে।

এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম নিলনকে (৩৯) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাসায় ফেরার পথে নগরীর বিহাস এলাকায় সন্ত্রাসীদের কবলে পড়েন ওই শিক্ষক। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. মমতাজ ও মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:২৯:০৪   ৩৯৭ বার পঠিত