শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪
পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস
Home Page » আজকের সকল পত্রিকা » পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবসডেস্ক রিপোর্টঃদেশে প্রায় সোয়া কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত। আর এ অবস্থায় ‘স্বাস্থ্যসম্মত খাবার শুরু হোক সকালের নাস্তা থেকেই’ এ স্লোগানকে সামনে রেখে পালিক হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউর সামনে থেকে সানোপি বাংলাদেশ ও বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশেন যৌথভাবে র্যালির আয়োজন করে।
র্যালিটি ফার্মগেট -শাহবাগ হয়ে চারুকলার সামনে এসে শেষ হয়।
র্যালিতে মোটর সাইকেল, পিকআপ ভ্যান ও সাইকেলে করে ডায়াবেটিক আক্রান্ত ব্যক্তি, চিকিৎসক ও সনোপি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বেলুন উড়িয়ে ও প্রাতরাশের মাধ্যমে দিবটির কার্যক্রম শেষ করে সংগঠনগুলো।
এছাড়া দিনটির বিশেষ তাৎপর্যকে সামনে রেখে ঢাকার বিভিন্ন স্থানে বিনামূল্যে ব্লাডে গ্লুকোজ পরিমাপের ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ সময়: ১১:২৯:১৫ ৪২৩ বার পঠিত