শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪
আপনার হয়ে ধন্যবাদ জানাবে ফেসবুক
Home Page » আজকের সকল পত্রিকা » আপনার হয়ে ধন্যবাদ জানাবে ফেসবুকডেস্কঃআপনি কি প্রিয় বন্ধুটিকে ধন্যবাদ জানাতে চান? এবার আপনার হয়ে সে কাজটিও করে দেবে ফেসবুক।এক বছর আগে ফেসবুকের লুকব্যাক অ্যাপলিকেশন নিশ্চয়ই আপনি ভুলে জাননি। ফেসবুকে আপনার জার্নির ভিডিও প্রেসেনটেশান ছিল সেই অ্যাপলিকেশনে। একই কায়দায় ‘সে থ্যাঙ্কস’ নামের নয়া একটি অ্যাপলিকেশন চালু করল এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।
যাকে ধন্যবাদ জানাতে চান আপনাকে শুধু সেই নির্দিষ্ট ফেসবুক বন্ধুকে বেছে নিতে হবে। বাকি কাজটা করে দেবে ফেসবুকই। তার কাছে পৌঁছে দেবে আপনার ধন্যবাদের ভিডিও কার্ড। এই ভাবে যাকে খুশি, যতজনকে খুশি ধন্যবাদ জানাতে পারবেন আপনি। তবে শর্ত একটাই, যাকে থ্যাঙ্কস বলতে চান তিনি যেন আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকেন।
সে থ্যাঙ্ক ভিডিও তৈরি করার জন্য শুধুমাত্র মনের মত বন্ধুকে বেছে নিতে হবে। তাহলেই কেল্লাফতে। ঝপাঝপ শেয়ার করার জন্য তৈরি হয়ে যাবে ভিডিও কার্ড।
ইচ্ছা হলে এর সাথে আপনি জুড়ে দিতে পারেন ইচ্ছা মতন থিম। আপনাদের বন্ধুতা মাখা ছবিও বেছে দিতে পারেন।
ফেসবুক আপনাকে ভিডিও তৈরি করে প্রথমে তার প্রিভিউ দেখাবে। আপনি সন্তুষ্ট হলে ‘কিক’ বোতাম কিক করলেই আপনার টাইমলাইনে পোস্ট হয়ে যাবে এই ভিডিও। যে বন্ধুকে আপনি ধন্যবাদ জানাতে চান তিনি নিজে থেকেই ট্যাগ হয়ে যাবেন। সহজেই তার কাছে পৌঁছে যাবে ধন্যবাদের বার্তা।
সূত্র : ইন্টারনেট
বাংলাদেশ সময়: ১১:১২:০৪ ৪৭৫ বার পঠিত