বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪
বঙ্গোশিয়া তোমার জন্মদিনে
Home Page » Wishing » বঙ্গোশিয়া তোমার জন্মদিনেবঙ্গোশিয়া তোমার জন্মদিনে
তোমাকে ডঃ টুবলু
মানুষের জীবনে
প্রতিটি দিন কখনো এক হয়না
আসলে জীবনে বৈচিত্র আছে বলেই
বেঁচে থাকার আশা করে সবাই।
একেকটা দিন আসে,
যা বিশেষ মহিমামন্ডিত
তেমনই একটা দিন হচ্ছে জন্মদিন।
আজ যদি কারো জন্মদিন হয়
সে তাহলে আশা করতেই পারে
প্রতিটা দিন হোক তার জন্মদিন-
প্রতিটা দিন হোক শুভ দিন।
এমনতো হতে পারে-
মানুষের জীবনের প্রতিটা দিনই
জন্মদিন হয়ে গেছে।
কি বিষ্ময়, কি বিষ্ময়!
তাহলে মানুষ কত হাজার বছর বাঁচবে?
আসলে কিছু কিছু মানুষের
হাজার বছর বাঁচা দরকার, কারণ
পৃথিবীর মানুষের কল্যাণ সবাই করতে পারেনা।
আর তাইত বঙ্গোশিয়াকে বাঁচতে হবে
বহুদিন, বহু বছর
নাহলে টুবলুর স্বপ্ন সত্যি হবে কীভাবে?
বাংলাদেশ সময়: ১৯:১৫:২০ ৫৯৭ বার পঠিত