রবিবার, ৯ নভেম্বর ২০১৪
কুমিল্লায় পুলিশ-ছিনতাইকারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
Home Page » জাতীয় » কুমিল্লায় পুলিশ-ছিনতাইকারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২বঙ্গ-নিউজঃ কুমিল্লা: কুমিল্লা মহানগরীর আলেখারচর বিশ্বরোড এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাব্বি ও জনি নামের দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। এ সময় ডিবি পুলিশের (এসআই) শহিদুল ইসলামও গুরুতর আহত হন।রোববার বেলা সাড়ে ১১টার দিকে আলেখারচর বিশ্বরোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ডিবির ছিনতাই হওয়া পিস্তলসহ দুটি অস্ত্র উদ্ধার করা হয়।
আহত এসআই শহিদুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিহ্নিত ছিনতাইকারী চক্রের তিন চারজন সদস্য বেলা সাড়ে ১১টার দিকে আলেখারচর এলাকা অতিক্রম করছিলেন। এ সময় ডিবি পুলিশের একটি দল তাদেরকে ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশও তাদেরকে পাল্টা গুলি করে। এতে ডিবির সঙ্গে ছিনতাইকারীদের সংঘর্ষ বেধে যায়। ঘটনাস্থলেই রাব্বি নামের এক ছিনতাইকারী মারা যান। এছাড়া এসআই শহিদুল ইসলামসহ ছিনতাইকারী জনি নামে একজন গুরুতর আহত হন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনি নিহত হন।
গত ৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুমিল্লা শহরের ঝাউতলা নিরাময় হাসপাতালের গলিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ফিরোজের মাথায় গুলি করে তার পিস্তল নিয়ে পালিয়ে যায় শীর্ষ ছিনতাইকারী জিরা সুমন। এসআই ফিরোজ বর্তমানে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭:১১:০৬ ৩৭৯ বার পঠিত