শনিবার, ৮ নভেম্বর ২০১৪

পরিচালক সাইফের একটি অ্যাকশনধর্মী রোমান্টিক চলচ্চিত্র টার্গেট’

Home Page » বিনোদন » পরিচালক সাইফের একটি অ্যাকশনধর্মী রোমান্টিক চলচ্চিত্র টার্গেট’
শনিবার, ৮ নভেম্বর ২০১৪



10409528_581367068675097_1179285613425911198_n.jpgবঙ্গ-নিউজ ডটকমঃবর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক এবং মডেল নিরব এখন সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’ নামক একটি অ্যাকশনধর্মী রোমান্টিক
ছবি নিয়ে ব্যাস্ত।ছবি প্রসঙ্গে নিরব বলেন,‘টার্গেট’ ছবির কাহিনি এক কথায় বলতে গেলে অসাধারণ। এই ছবিতে নিরবের বিপরিতে অভিনয় করছেন চিত্রনায়িকা আইরিন।মানিকগঞ্জ সহ ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করা হয়েছে।ছবিটিতে আইরিনের ডাবল চরত্রি রয়েছে যার্ দশকদরে মুগ্ধ করবে বলে মনে করেন নিরব। ছবিটিতে যেমন এ্যাকশন দৃশ্য রয়েছে তেমন রোমান্টিকতা রয়েছে।নিরব মনে করেন বর্তমানে আমাদের ফিল্ম ইন্ড্রসটরিতিে এ্যাকশন এবং রোমান্টিক ছবির বেশ চাহিদা রয়েছে।আর টারগেট ছবিটি জনপ্রিয় প্রোডাকশন হাউজ ভারসেটাইল মিডিয়া থেকে প্রোযজিত হচ্ছে ।পরিচালক সম্পর্কে বলেন সাইফ চন্দন একজন গুনি নির্মাতা।তিনি ছবির প্রত্যেকটি দৃশ্য অনেক যত সহকারে নির্মান করছেন শুধু তাই নয় পরিচালক হিসেবে সাইফ খুব বন্ধুসুলভ প্রকৃতির।দর্শকদের জন্য নিরবের বক্তব্য হচ্ছে দর্শকরা যদি আমাদের উৎসাহ দেয় তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারব এবং ভালো ভালো ছবি উপহার দিতে পারব।আর আপনারা অবশ্যই হলে গিয়ে ছবি দেখবেন তাহলেই আমাদের কষ্ট সার্থক হবে।মোঃতৌহিদুল ইসলাম তুরাগ

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩৪   ৪৫৪ বার পঠিত