শনিবার, ৮ নভেম্বর ২০১৪

চীনে বাংলাদেশি পণ্য প্রবেশে আরো সুবিধা চেয়েছেন রাষ্ট্রপতি

Home Page » অর্থ ও বানিজ্য » চীনে বাংলাদেশি পণ্য প্রবেশে আরো সুবিধা চেয়েছেন রাষ্ট্রপতি
শনিবার, ৮ নভেম্বর ২০১৪



rastow.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বাণিজ্য ভারসাম্য হ্রাসে চীনের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে আরো সুবিধা চেয়েছেন চীন সফররত রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের একটি দেশে পরিণত হবার স্বপ্ন পূরণে চীন বাংলাদেশকে সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠককালে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, প্রতিরক্ষা, কৃষি ও জলবায়ু পরিবর্তন ব্যবস্থাপনার ক্ষেত্রে সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি চীন বাংলাদেশে তাদের বিনিয়োগ আরো বৃদ্ধি করবে।

বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, আধ ঘণ্টা ধরে বৈঠক চলাকালে উভয় দেশের প্রেসিডেন্ট অর্থনীতি ও পারস্পরিক স্বার্থসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে চীনের তাৎপর্যপূর্ণ ভূমিকার প্রশংসা করে হামিদ বলেন, বাংলাদেশ ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের ‘ডিজিটাল বাংলাদেশে’ পরিণত হবে। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী পালিত হবে।

তিনি আরো বলেন, ‘চীন বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু দেশ এবং বাংলাদেশ ও চীনের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক বিগত বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে।’

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ চীনের সাথে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। ১৯৫২ ও ১৯৫৭ সালে বঙ্গবন্ধুর চীন সফরের মধ্যদিয়ে এই সম্পর্কের ভিত্তি স্থাপিত হয় বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ১৮:০২:৪৯   ৩৫৯ বার পঠিত